News update
  • Action over ban on AL activities after getting official gazette: CEC     |     
  • Rickshaws and life in Dhaka City     |     
  • Crucial Sylhet road, bridge collapse for Kushiyara erosion     |     
  • Cannes, global Colosseum of film, readies for 78th edition      |     
  • ‘July Unity’ for next course of action based on consultations     |     

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-12-06, 12:49am

aw1hz2utmjaymda0lte2nzaynju2mjmuanbn-36548be52e7247002beb1fa6bbd9ce3b1670266185.jpeg




ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় একটি দাওয়াতে আসেন রবার্ট ডিকসনসহ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা। ঐ বাসায় বৈঠকটি হয়েছে বলে দাবি করেন শাম্মী আহমেদ।

নেতারা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, ব্যবসা–বাণিজ্য প্রসারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।

পরে তারা একসঙ্গে নৈশভোজে অংশ গ্রহণ করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।