News update
  • OIC Welcomes Independent Review Panel’s Report on UNRWA     |     
  • Train catches fire due to intense heat     |     
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে অ্যাপেক বৈঠক থেকে বেরিয়ে এলো যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 7:20am

0f804c3e-cd55-4307-b859-ec6af0d30b5d_w408_r1_s-52a9d533fe7543a1f93223dc2561136f1653182442.png




কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া -প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির বানিজ্য মন্ত্রীদের বৈঠক থেকে ওয়াক আউট করেছেন।

কানাডা , নিউজিল্যান্ড , জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা এশীয়-প্রশান্তমহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ( অ্যাপেক) ‘এর বৈঠক থেকে আমেরিকানদের সঙ্গে বেরিয়ে আসেন। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন দু জন থাই কর্মকর্তা ও দু জন আন্তর্জাতিক কুটনীতিক।

২১টি দেশের এই অর্থনৈতিক গোষ্ঠীর দু দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধি বক্তব্য রাখার সময় তাঁরা ঐ কক্ষ থেকে বেরিয়ে আসেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।