News update
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     
  • Dhaka, Bangkok ink five bilateral documents     |     
  • Bangladeshi youth shot dead by Indian BSF in Lalmonirhat     |     

ঢাকাকে হারিয়ে জয়ের ধারায় থাকতে চায় কুমিল্লা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-01-22, 5:24pm

image-75691-1674385235-58e5f5c27e79aad6e93879ed24b55c1d1674386672.jpg




টানা তিন হারের পর হ্যাট্টিক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের লড়াইয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা। পক্ষান্তরে  টানা পাঁচ হারে কোনাঠাসা হয়ে পড়া  ঢাকা দ্বিতীয় জয় পেতে মুখিয়ে আছে ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে কুমিল্লা-ঢাকার ম্যাচটি।

হ্যাট্টিক হার দিয়ে এবারের বিপিএল শুরু করে কুমিল্লা। চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে   প্রথম জয়ের দেখা পায় কুমিল্লা।

পরের দুই ম্যাচেও সহজ জয়ের স্বাদ নেয় কুমিল্লা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে ও ঢাকার বিপক্ষে ৩৩ রানে জয় পায় তারা। হ্যাট্টিক জয়ে বিপিএলের লড়াইয়ে ফিরে কুমিল্লা। ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-হারে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে কুমিল্লা।

কুমিল্লার হয়ে খেলতে গতকাল ঢাকায় এসেছেন  পাকিস্তানের পেসার নাসিম শাহ। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে বল হাতে নজর কেড়েছেন গেল বছর টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসিম। ১৬ ম্যাচে ১৪ উইকেট আছে তার।

নাসিমের সাথে কুমিল্লায় আছেন আরও তিন পাকিস্তানী ক্রিকেটার। তারা হলেন- খুশদিল শাহ, হাসান আলি ও মোহাম্মদ রিজওয়ান।

চট্টগ্রামের মাটিতে ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ২৪ বলের মোকাবেলায় ৭ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে  ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল।  

এ দিকে, অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে বিপিএল শুরু করার পর পরের পাঁচ ম্যাচই হেরেছে ঢাকা। ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে রাজধানীর দলটি।

একমাত্র নাসির ছাড়া দলের প্রয়োজন মত পারফর্ম করতে পারছেন না ঢাকার ব্যাটার-বোলাররা। ব্যাট-বল হাতে একাই লড়াই চালিয়ে যাওয়া  নাসির ঢাকার পক্ষে সর্বোচ্চ রান ও উইকেটর মালিক।

সর্বোচ্চ রানের দিক দিয়ে এবারের আসরে দ্বিতীয়স্থানে আছেন নাসির। শীর্ষে থাকা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের চেয়ে মাত্র ৬ রানে পিছিয়ে নাসির। সাকিব ২৭৫ ও নাসির ২৬৯ রান করেছেন। বল হাতে ৭ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় জয়ের স্বাদ নিতে হলে নাসিরের সাথে দলের অন্যান্য ব্যাটার-বোলারদেরও জ¦লে উঠতে হবে।

ইতোমধ্যে কুমিল্লার বিপক্ষে খেলেছে ঢাকা। চট্টগ্রামের মাটিতে  ম্যাচটিতে  প্রথম ব্যাট করে কুমিল্লা ৪ উইকেটে ১৮৪ রান করে। জবাবে ৪ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা। এবার নিজেদের ডেরায় কুমিল্লাকে হারিয়ে প্রতিশোধের পালা ঢাকার। তথ্য সূত্র বাসস।