News update
  • Bangladeshi youth shot dead by Indian BSF in Lalmonirhat     |     
  • Pro-Palestinian US campus protests grow as police crack down     |     
  • Mass-awareness needed to prevent heat-related illness     |     
  • New Delhi to closely watch China-BD joint military training     |     
  • US-China talks start: Caution about Misunderstandings, miscalculations     |     

প্যারিস মাতালেন জেমস

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-06-29, 9:29am

nogor-baul-1-b1410d0854c7ef63dc44dfd1862026001656473384.jpg




প্যারিসে হয়ে গেল ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভাল, ২০২২৷ এই উৎসবে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের কনসার্ট৷

দুপুর না গড়াতেই প্যারিসের উপশহর ‘স্তা’ স্টেডিয়ামমুখী বাংলাদেশিরা৷ তাদের প্রিয় শিল্পী জেমস আসছেন শিল্প-সাহিত্য আর সংস্কৃতির শহরে৷ তিনি মঞ্চে উঠবেন সেই রাত ৯ টার দিকে৷ কিন্তু বিকাল ৩টা থেকেই প্রবাসীরা জড়ো হতে থাকেন ছোট উপশহর স্তায়!

রোববার ছিল ফ্রান্স-বাংলাদেশ বন্ধুত্বের অর্ধশত বছরপূর্তি৷ এছাড়াও ওফিওরা প্রফেশনাল সার্ভিসের দশ বছরপূর্তিকে উদযাপন করবার লক্ষ্যে সংগীত অনুরাগী প্রবাসী বাংলাদেশিদের এমন স্রোত স্টেডিয়াম অভিমুখে৷ বাঁধভাঙা উচ্ছাস ছড়িয়ে পড়ে উৎসব এলাকা ঘিরে৷

এই আয়োজনের উদ্যোক্তা ফ্রান্সের তরুণ রাজনীতিবিদ এবং স্থানীয়  মিউনিসিপ্যালে নির্বাচিত কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি কৌশিক রাব্বানী খান৷ ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যকার পঞ্চাশ বছর পূর্তি উৎসব পালনে সহযোগিতায় ছিল প্যারিসের বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় স্তা শহরের মেয়র এবং মেইরি৷ 

নানা আয়োজন থাকলেও উদযাপনের মূল আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস৷ পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনও মাতিয়েছেন প্রবাসীদের৷ যুক্তরাষ্ট্র থেকে এসেছেন সাম্প্রতিককালের ‘আইলারে নয়া দামান’ খ্যাত শিল্পী মুজা৷ এই আয়োজনে জড়ো হন পাঁচ থেকে ছয় হাজার বাংলাদেশি৷ 

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আয়োজক রাব্বানী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, স্থানীয় স্তা শহরের মেয়র তাইবি আজিদিন৷  তথ্য সূত্র ডয়চে ভেলে বাংলা।