News update
  • OIC Welcomes Independent Review Panel’s Report on UNRWA     |     
  • Train catches fire due to intense heat     |     
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     

“আমার প্রতিবাদের ভাষা” শীর্ষক আলাপচারিতা ২২ ফেব্রুয়ারি

error 2022-02-17, 2:25pm

woman-eebf8358b7a41b5abe4396fdb6d814bf1645086332.jpg

Women



নারীপক্ষ নারী মুক্তির আন্দোলনের ইতিহাস ও বিভিন্ন মাত্রা নিয়ে "সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে" শীর্ষক বছর ব্যাপী প্রজন্মান্তরে আলাপচারিতার উদ্যোগ নিয়েছে ।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও নারী মুক্তির আন্দোলন বিষয়ক কর্মসূচির ১৪ তম পর্বে ‘আমার প্রতিবাদের ভাষা’ বিষয়ে আলোচনা করা হবে। এই আলাপচারিতা ৯ ফাল্গুন ১৪২৮/২২ ফেব্রুয়ারি ২০২২  মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ আন্তর্জালে করা হবে এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

এই আলাপচারিতায় আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন: ১. ডঃ শায়লা সুলতানা, অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট , ঢাকা বিশ্ববিদ্যালয়. ২. মাসুম রেজা, নাট্যকার,ঔপন্যাসিক এবং নির্দেশক, ৩.ডঃ নাসরিন খন্দকার, সহযোগী অধ্যাপক , নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; সঞ্চালনা করবেন নারীপক্ষ’র সদস্য ফিরদৌস আজীম ।

আলাপচারিতায় যুক্ত হবার লিংক:

Time: Feb 22, 2022 06:00 PM Astana, Dhaka

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/83923758104?pwd=d0pPeXQ2S25QdjQ2OTA5bFZsQm5iZz09

Meeting ID: 839 2375 8104

Passcode: 491677

- Press release