News update
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     
  • Zubayer Rahman Chowdhury takes oath as Bangladesh Chief Justice     |     
  • Iran’s president says his country is in a full-scale war with the West     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ amid fog     |     

শেওড়াপাড়া থেকে দু'বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: অপরাধ 2025-05-10, 12:45am

mirpur-model-thana-190521-01-1746812847-391d086baec534129089631a3f892f471746816313.jpg

মিরপুর মডেল থানার ছবি



রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকার একটি বাসা থেকে  রক্তাক্ত অবস্থায় দুই বোনের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। তারা সম্পর্কে আপন বোন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কে বা কারা হত্যা করেছে এই দুই নারীকে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেই সঙ্গে হত্যার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কারা এই হত্যাকাণ্ডের জড়িত তা তদন্ত করে বের করা হবে।