News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালঙ্কার সহ ৫০ হাজার টাকা লুট

অপরাধ 2025-07-15, 12:54am

dacoity-was-committed-at-a-house-in-kalampara-on-sunday-night-c35a0d5006e46b4b85a1aaa5d11405211752519249.jpg

Dacoity was committed at a house in Kalapara on Sunday night.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে সবাই কে হাত-পা,  মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। রবিবার দিবাগত রাত আনুমানিক দুই টা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরিকুল ইসলাম সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ডাকাতদল ঘরের সবাই কে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে। চাবি আলমারি ও সুটকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এসময় সুনানসহ তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুম কে মারধর লাঞ্ছিত  করা হয়।

ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম সহ পটুয়াখালী ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি জুয়েল ইসলাম।

প্রসংগত, ৫ আগষ্টের পর কলাপাড়া উপজেলায় একের পর এক দুর্ধর্ষ চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।  এতে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সাধারন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। - গোফরান পলাশ