News update
  • Stock market maintain upward momentum in Dhaka, Chattogram     |     
  • Shapla Chattar Mass Killing: Arrest warrants for Hasina, 4 others     |     
  • EU to retaliate with tariffs against Trump's steel, aluminum duties     |     
  • Ukraine open to a 30-day ceasefire; US resumes military aid     |     

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

গ্রীণওয়াচ ডেক্স অর্থনীতি 2023-11-06, 1:24pm

image-246667-1699192925-c648f9d27b659aa085c391f5381340a61699255453.jpg




১০ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (৫ নভেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। সোমবার (৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।