News update
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     
  • Port Sudan: No let-up in drone attacks     |     
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     

রাজধানীতে তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-07, 11:20am

545345345-1a25282efdd7326abc7bbe5e0c5f200d1746595224.jpg




সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি বা বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার জন্য দেওয়া স্বল্পমেয়াদি (সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা) পূর্বাভাসে জানানো হয়, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইদিন খুলনার কয়রায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।