News update
  • Dhaka's street chaos grows beneath its Metro Rail     |     
  • Khulna farmers have surplus of sacrificial animals for Eid     |     
  • Non-Proliferation Treaty Review Confce Agenda Still Unclear      |     
  • Israel Targets Hospitals and Begins Displacement of N. Gaza      |     

রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস, সতর্কতা জারি

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-21, 8:17pm

img_20250521_201638-84a805b7ef66e33e28fe66328238eea91747837024.jpg




রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।