News update
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     

আগামী তিন মাসে ৫ তাপপ্রবাহ, লঘুচাপ নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-07-04, 9:59pm

img_20250704_215747-30c833a1173ab1261299a475193180531751644767.jpg




আগামী ৩ মাসের পূর্বাভাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

গত (২ জুলাই) জলবায়ু অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩ মাস বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে দেশে ৩-৫টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।  

একই সময়ে বঙ্গোপসাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-৩টি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া এ সময়ে দেশে ১০-১২ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।