News update
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     
  • Stocks sink on week’s last trading day; DSEX plunges 122 points     |     
  • Former Sramik Dal leader shot dead in Chattogram     |     
  • Trump Ends Historic US Shutdown After 43-Day Standoff     |     
  • Dhaka’s air quality ‘very unhealthy’ on Friday morning     |     

লঘুচাপের শঙ্কা, বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-08-26, 3:22pm

img_20250826_152027-336eb98b9f1a24f1b376e693355811571756200160.jpg




মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবাহ আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে পশ্চিমবঙ্গ–উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে সামান্য ওঠানামা হলেও বড় কোনো পরিবর্তন হবে না।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (বাপাউবো) দুপুর পৌনে ১টায় দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার নিকটবর্তী সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ময়মনসিংহ বিভাগের মনু ও ধলাই নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে এবং পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে, তবে আগামী তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি; তবে উজানে ভারতের মিজোরাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় (উল্লেখযোগ্য আইজল (মিজোরাম)  ৭৬ মিলিমিটার এবং কৈলাশহর (ত্রিপুরা) ৭৪ মিলিমিটার)।

আগামী ৭২ ঘণ্টা (২৬ আগস্ট সকাল ৯টা থেকে ২৯ আগস্ট ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।