Thursday , July 16 2020
Home / বাংলা বিভাগ / শিল্প-সংস্কৃতি / ‘আয়েশা রা.এর অবমাননা: চলচিত্র ‘ন ডরাই’ নিষিদ্ধ করতে হবে’
ad
‘আয়েশা রা.এর অবমাননা: চলচিত্র ‘ন ডরাই’ নিষিদ্ধ করতে হবে’
bangla cinema directory

‘আয়েশা রা.এর অবমাননা: চলচিত্র ‘ন ডরাই’ নিষিদ্ধ করতে হবে’

অশ্লীল সিনেমায় নায়িকার নাম উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকার নামে নাম করন করে সমপ্রচার করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। এক বিবৃতিতে তিনি বলেছেন, “ন ডরাই” সিনেমার মূল চরিত্রে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী মুসলমাদের মা আম্মাজান আয়েশা রা.এর নাম নোংড়া চলচিত্রে ব্যবহার করে মুসলমানদের প্রাণপ্রিয় নবীপরিবারকে অপমান করা হয়েছে। যা ইসলাম ধর্মের উপর নির্মমভাবে আঘাত হেনেছে। শত কারা ৯৫ ভাগ মুসলমানদের দেশে অশ্লীল চলচিত্রে নবীপরিবারের নামের অপমান বরদাশত করা হবে না। তিনি বলেন, ইসলাম বিদ্বেষীচক্র ইচ্ছা করেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য এই পবিত্র নামটিকে সিনেমায় ব্যবহার করেছে। আর এ জঘন্য কাজ গুলোর সাথে কিছু মুসলিম নামধারী ইসলামের দুশমনদের কেনা গোলামরা জড়িত। ইতি পূর্বে জাফর ইকবাল তার লিখত বইয়ের নাম দিয়েছিল“ ভূতের বাচ্চা সোলাইমান”। শ্যামল সেন গুপ্ত মাহবুব গং নাটকের অশালীন চরিত্রের জন্য সম্মানিত নাম আম্মজান আয়েশা রা.কে বেছে নিয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে নোংড়া চলচিত্রের নির্মাতা ও সেন্সর বোর্ডের সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় নবীপরিবারের আশেকীন মুসলিম জনতা প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হবে। তিনি বলেন, এ নোংড়া চলচিত্র সিনেমাহলসহ কোন মিডিয়া চ্যানেলে ও প্রচার মাধ্যমে যাতে সম্পচার বা পদর্শিত হতে না পারে সে জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
বার্তা প্রেরক, সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ খেলাফত আন্দোলন

adadad