News update
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     

কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা দন্ড

ওষুধ 2025-03-02, 10:49pm

a-seller-of-unapproved-medicines-fines-taka-20000-in-kalapara-732558597971bd4f8500a5a137d82cac1740934181.jpg

A seller of unapproved medicines fines Taka 20,000 in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে  অনুমোদনহীন কোম্পানির  ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান ঔষধ বিক্রেতা কাওসারকে  গ্রেফতার  করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।

রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসি'তে অন্তত: শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে।  এ ঔষধের অনেকগুলো ঘরে তৈরি ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ ছাড়াও রয়েছে বিভিন্ন এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ঔষধ। 

খবর পেয়ে পুলিশের সহায়তায়  স্বাস্থ্য প্রশাসন আটক ঔষধ বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত তাকে দন্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, আটক কাওসার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  আর জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। - গোফরান পলাশ