News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো 'কঠিন', বলেছেন ট্রাম্প

বিবিসি বাংলা কুটনীতি 2025-03-08, 10:32am

4543545235-ddd5517c0a16477ad09023ff1cdb85a91741408366.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার কাছে মনে হচ্ছে শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন ।

ওভাল অফিসে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেই ভালো কাজ করছে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি শক্তভাবে বিবেচনা করছেন তিনি।

অন্যদিকে, মহাকাশ প্রযুক্তি কোম্পানি মাক্সার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, কিছু ভূ-উপগ্রহ চিত্রে ইউক্রেনের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে দেশটি।

হোয়াইট হাউজে মি. ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের বাগবিতণ্ডার পর এ সিদ্ধান্ত এসেছিলো যুক্তরাষ্ট্রের দিক থেকে।

এর জের ধরে এ সপ্তাহে ট্রাম্প সব সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেন।

রাশিয়া এরপর বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

কার্যত এ হামলার প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন যে তিনি নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন কারণ 'রাশিয়া যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনকে পুরোপুরি নিষ্পেষণ করছে'।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প আবার বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা করছেন অন্য যে কেউ হলেও তাই করতো।

"আমার মনে হয় তিনি তাদের (ইউক্রেন) আগের চেয়ে আরও শক্ত আঘাত করছেন এবং সম্ভবত ওই অবস্থানে থাকলে অন্য যে কেউই এখন তাই করতো।"

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান। কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না।

পুতিনের সাথে ট্রাম্পের সরাসরি কূটনীতি ন্যাটো সহযোগীদের বিস্মিত করেছে। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমারা কার্যত রাশিয়াকে পরিত্যাগ করেছিলো।

জেলেনস্কির সাথে ট্রাম্পের বাদানুবাদ সত্ত্বেও তার ফরেন পলিসি টিম গত দুই দিনে ইউক্রেনের প্রতি আরও সমঝোতামূলক বলে মনে হচ্ছিলো।

যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন তার বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দিয়ে চুক্তিকে স্বাক্ষর করুক এবং মস্কোর সাথে দ্রুত যুদ্ধবিরতি করতে সম্মত হোক।

জেলেনস্কি চুক্তির অংশ হিসেবে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার জন্য চাপ দিচ্ছিলেন।

শুক্রবার ট্রাম্প বলেছেন, এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি পরে আলোচনা হতে পারে এবং এটা হবে সহজ একটা বিষয়।

ওদিকে মহাকাশ প্রযুক্তি বিষয়ক কোম্পানি মাক্সার শুক্রবার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে পাওয়া কিছু উঁচু মানের ছবিতে ইউক্রেনের প্রবেশাধিকার সাময়িক স্থগিত করা হয়েছে।

ভূ উপগ্রহ চিত্র যুদ্ধকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এর ভিত্তিতে প্রতিপক্ষের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সামরিক বাহিনী।

মাক্সার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি। বিভিন্ন দেশের সরকার ও কোম্পানির সাথে এ ধরনের স্যাটেলাইট ইমেজ সরবরাহের চুক্তি রয়েছে এই কোম্পানির।

এর মধ্যে একটি কর্মসূচি হলো গ্লোবাল এনহেন্সড জিয়োইন্ট ডেলিভার প্রোগ্রাম বা জিইজিডি। এর মাধ্যমে ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্র সরকারের সংগ্রহ করা উঁচু মানের ভূ উপগ্রহ চিত্রে প্রবেশাধিকার পেয়ে থাকে।

"যুক্তরাষ্ট্র সরকার জিইজিডিতে ইউক্রেনের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে," মাক্সার বিবিসিকে জানিয়েছে।

তারা আরও জানায়, "প্রতিটি গ্রাহক নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা কীভাবে তাদের ডাটা ব্যবহার বা শেয়ার করবে।"

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অংশ দ্য ন্যাশনাল জিওস্পাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি এ স্থগিতাদেশ নিশ্চিত করেছে। তারা বলেছে 'ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে কাজ করা প্রশাসনের নির্দেশনা'র আলোকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউক্রেনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে জেলেনস্কির টিমের সাথে সাক্ষাৎ করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আশা করছেন আলোচনা অর্থবহ হবে। শুক্রবার তিনি বলেছেন তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত। তিনি একই সাথে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব করেছেন।

"প্রতিদিন নতুন রাশিয়ান হামলা এবং বাস্তবতা নিজেই প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা উচিত," তিনি বলেছেন।

জেলেনস্কি ট্রাম্পের সাথে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে 'দুঃখপ্রকাশ' এবং 'কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি' রয়েছে।

"আশা করছি ইউক্রেনীয়দের সাথে সবকিছু আবার সঠিক পথে এসেছে এবং সবকিছু আবার ঠিক হয়েছে," বলেছেন তিনি।

এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেছেন ২০টির মতো দেশ ইউক্রেনকে সহায়তা করতে 'কোয়ালিশন অফ উইলিং'-এ যোগ দিতে আগ্রহী। বড় সামরিক ব্যয়ের পরিকল্পনা নিয়ে ইউরোপের নেতারা এই জোট গঠনের কথা বলেছিলেন।

ওদিকে ইউক্রেনে এখনও লড়াই অব্যাহত আছে। দোনেৎস্ক অঞ্চলে শুক্রবার রাশিয়ার সৈন্যদের হাতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।