News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সতর্ক করল রাশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-07-12, 6:34pm

9ae15c76e295df41b2a5cac874a49d9a640b0b6a810ae234-4f99fc75e145a60ec65f6167c9a140111752323680.jpg




উত্তর কোরিয়াকে লক্ষ্য করে নিরাপত্তা অংশীদারিত্ব গঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সতর্ক করেছে রাশিয়া। শনিবার (১২ জুলাই) এই সতর্কবার্তা দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সাথে বৈঠকের জন্য পূর্বাঞ্চলীয় ওনসান শহরে সফরে আসেন ল্যাভরভ। সামরিক ও অন্যান্য সহযোগিতা আরও দৃঢ় করতে এই সফর বলে প্রতিবেদনে জানানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে। সামরিক ও অর্থনৈতিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার জন্য সৈন্য এবং গোলাবারুদ সরবরাহ করছে।

এর ফলে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে রাশিয়া উত্তর কোরিয়ার কাছে সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তর করতে পারে যা তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিপদ বাড়িয়ে তুলতে পারে।

শনিবার চোয়ের সাথে বৈঠকের পর, ল্যাভরভ উত্তর কোরিয়ার চারপাশে তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে অভিযুক্ত করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস অনুসারে, ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া এবং অবশ্যই রাশিয়াসহ যে কারও বিরুদ্ধে পরিচালিত জোট গড়ে তোলার বিরুদ্ধে আমরা সতর্ক করছি।’

এদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অগ্রগতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের ত্রিপক্ষীয় সামরিক মহড়া সম্প্রসারণ বা পুনরুদ্ধার করছে। শুক্রবার, এই তিন দেশ কোরিয়ান উপদ্বীপের কাছে মার্কিন পারমাণবিক-সক্ষম বোমারু বিমান নিয়ে একটি যৌথ বিমান মহড়া করেছে। 

সূত্র: এনবিসি নিউজ