News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহনে বুট ক্যাম্পিং কর্মশালা

কৃষি 2025-05-18, 9:35pm

boot-camping-workshop-of-women-farmers-was-held-in-kalapara-on-sunday-18-may-2025-4bd451b43c63fd91f40a1fcf3647255d1747582506.jpg

Boot camping workshop of women farmers was held in Kalapara on Sunday 18 May 2025.



পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১৮ই মে (রবিবার) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড এর আয়োজনে গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্প এর অধীনে এ বুট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, এনজিও রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ। বুট ক্যাম্পিং কর্মশালায় সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। বুট ক্যম্পিং কর্মশালায় কলাপাড়া উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারীদের জন্য লিঙ্গ-রূপান্তরমূলক জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা, যাতে করে গ্রামের নারী কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন এবং সকল প্রকল্প অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারী সেবায় অন্তর্ভূ্ক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। - গোফরান পলাশ