News update
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     

ইউক্রেনে ব্যবহৃত ইরানি ড্রোনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য জানালো ইসরাইল

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-10-27, 10:16am

013b0000-0aff-0242-94c0-08dab3c9216a_w408_r1_s-46e72aa320db2f97aed1069fb8884d421666844202.jpg




রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ বাহিনী ”তেজস্ক্রিয় দূষণের মধ্যে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। ”

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা(আইএইএ)’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি নিশ্চিত করেছেন যে ইউক্রেনের পারমাণবিক অবস্থানগুলিতে "কোনও অঘোষিত পারমাণবিক ক্রিয়াকলাপ বা উপাদান পাওয়া যায়নি।"

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ইউক্রেনের ভূখণ্ডে সামরিক জৈবিক কার্যক্রম পরিচালনা করছে বলে যে অভিযোগ উঠেছে তা নিয়ে আলোচনার জন্য রাশিয়া বৃহস্পতিবার দ্বিতীয় কাউন্সিল মিটিংয়ের অনুরোধ জানিয়েছে।

ভিওএ-র জাতিসংঘের সংবাদদাতা মার্গারেট বাশির এবং হোয়াইট হাউজের ব্যুরো প্রধান প্যাটসি উইদাকুসওয়ারা এই নিবন্ধটিতে তথ্য সরবরাহ করেছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।