News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2024-08-07, 1:29pm

img_20240807_133008-598dc2212b119d650de1515b675c91641723015874.jpg




বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান সরকার। আজ বুধবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


খবরে বলা হয়, কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান বুধবার বলেছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয় এবং বেশ কয়েকশ প্রাণহানি হয়৷ শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকমের শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে৷ তীব্র আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷ আরটিভি।