News update
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     
  • Stocks extend gains as market sentiment turns brighter     |     
  • Massive fire at Gazipur factory; 500 workers evacuated     |     

স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত, যেভাবে জানা যাবে ফল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-12-17, 6:45pm

b6e0c24a8a01e3564979814a979d27691e5b376072d8f507-2fca636110472881b4df9998fe34f6741734439549.jpg




দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি জানিয়েছেন, লটারিতে কোনো কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। আর কোনো স্কুল বেশি ফি আদায় করলে ব্যবস্থা নেয়া হবে হবে বলেও হুঁশিয়ারি দেন ড. মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে কে, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তা নির্ধারণ করে দুপুর ২টার পর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এই (https://gsa.teletalk.com.bd/) লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখা যাবে।

এবার সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭ হাজার ৬৭৩ আসনের বিপরীতে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছিল।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা।