News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের 

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-03-09, 1:49pm

rer23432-86bf1e73ab639369793807d0ece1373d1741506573.jpg




ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্যারিস রোডে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলে একত্রিত হয়ে ১২টায় উক্ত মহাসড়ক অবরোধ করেন। 

এ সময় তারা, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা জবাই কর’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টারিম জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট একশন’, ‘ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে বর্তমানে আছিয়ার ধর্ষণ কিন্তু আমরা এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এই অস্থায়ী সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাদের জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা-বোনেরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।

আগামীকালের কর্মসূচি ঘোষণা করে সালাউদ্দিন আম্মার বলেন, যতদিন পর্যন্ত ধর্ষকের শাস্তি না হবে ততদিন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করছি। এর সঙ্গে সঙ্গে আগামীকাল বেলা সাড়ে ১১টায় অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমাদের একটি দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে, শুধুমাত্র আসিয়া, খাদিজা বা তনু না, বিগত সময়ের যত ধর্ষণ হয়েছে সবগুলো শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্ষকের এমন শাস্তি দিতে হবে, যেন পরবর্তীতে কেউ ধর্ষণ করার আগে হাজারবার চিন্তা করে। 

এ সময় বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আরটিভি


Copied from: https://rtvonline.com/