রাজধানীর নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নিয়েছেন ঢাবির উপাচার্য নিয়াজ আহমেদ খান। পরে ঢাবি ক্যাম্পাসে আরেফিন সিদ্দিকের জানাজা না হওয়ার কারণ জানান তিনি।
অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যারের জানাজা ঢাবিতে হচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া সাবেক ভিসি হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে।
ভিসি হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এছাড়া ঢাবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, আরেফিন স্যারের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা নিয়ে একাধিক আলোচনায় নিরাপত্তাসহ নানা বিষয় সামনে আসে। পরে পরিবার ক্যাম্পাসের বাইরে জানাজা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রাত পৌনে ১১টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।