News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ববি উপাচার্য শুচিতা শরমিনকে অব্যাহতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-14, 6:42am

154101_170-5633f0856708c2904247a10030bc45eb1747183358.jpg




শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে তার পূর্ববর্তী পদে ফেরত পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ এস এম কাসেম জানান, ববি উপাচার্যকে অপসারণের প্রজ্ঞাপন অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে।

এর আগে, উপাচার্যের অপসারণের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। এ ছাড়া সোমবার রাত থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপাচার্যের অপসারণের খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা আনন্দ মিছিল করে ক্যাম্পাসে।

উপাচার্য ড. শুচিতা শরমিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়েছে। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়েছে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনের ফলে স্থবির হয়ে পড়া ববির গ্রাউন্ড ফ্লোরে সোমবার রাত থেকে ১৩ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছিলেন। তাদের মধ্যে পাঁচজন মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও সংহতি জানিয়েছিলেন। এ ছাড়াও ১১ জন শিক্ষক প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।