News update
  • Dhaka's air quality 'good' Saturday morning     |     
  • Guterres Warns of Dire Fallout from Gaza City Takeover     |     
  • CPJ, partners for ending Gaza journos’ starvation & killing by Israel     |     
  • UN summit ends with bold roadmap for landlocked nations     |     
  • Govt Plans Tougher Rules for Battery-Run Rickshaws     |     

জুমার পর জবি শিক্ষার্থীদের গণ-অনশন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-16, 12:42pm

jnu-1d6136436f537c563f2e2137e11bb1021747377720.jpg




টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে অবস্থান না নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন তারা।

জুমার নামাজের পর গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এ কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে, কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোনো বার্তা আসেনি।’

অধ্যাপক ড. রইছ উদ্দীন আরও বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা জুম্মার পরে গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে কালো দিবস পালনের ঘোষণাও দেন তিনি।

রাজপথেই জুমার নামাজ আদায় করা হবে বলে জানিয়েছেন তিনি।

জবি শিক্ষার্থীদের দাবিগুলো হলো—আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। সময়।