News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

ঢাবির মল চত্বরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-06-27, 9:05am

344f7e042fa067691656d51dd8f4a60d9c4d20591b8a4d3a-4fbf105d8dd1b4c7ee11d1ed47f6b3c91750993549.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে এক বহিরাগত তরুণী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার দিকে তিনি মলচত্বরের একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মলচত্বরের মাঝামাঝি অংশে তরুণীটি আত্মহত্যার চেষ্টা করলে আশপাশে থাকা কয়েকজন দ্রুত এগিয়ে এসে তাকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল পরিদর্শ করেন।

প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, খবর পেয়েই ব্যবস্থা নেয়া হয়েছে। তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে ওই তরুণী ঢাবি শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেন প্রক্টর।