News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

‘মোটা না চিকন’ দেখতে ছাত্রীকে ভিডিও কল দেওয়া সেই শিক্ষক বরখাস্ত

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-05, 6:11pm

img_20250705_180944-bb8d3900d4d000ee68b5ce4a8c19a92e1751717482.jpg




ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী শিক্ষার্থীদের মোটা না চিকন হয়েছেন, সেটি ভিডিও কলে জানতে চাওয়া, কুরুচিপূর্ণ মন্তব্যসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পোশাক ও শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য, গভীর রাতে হোয়াটসঅ্যাপ ও ইমোতে কল করা, চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, অশোভন আচরণ, পরীক্ষায় নম্বর দেওয়ায় স্বজনপ্রীতি—এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে, ২৩ জন নারী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তাঁকে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। আরটিভি