News update
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     

সাকিবের দলবদল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-02-29, 10:54am

lsjwqioqpwe0-4af0fda26ecac14eed3a29a243942a641709182529.jpg




লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পরপরই দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রত্যেক বছরে এই টুর্নামেন্টে খেলতে দেখা যায়। তবে আসন্ন ডিপিএলে কোনো বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না।

১২ দলের অংশগ্রহণে আগামী ৯ মার্চ থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসর। তবে এবার ২৮ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দল বদলের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনেই চমক দেখা গেছে। এই মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখিয়েছেন গত দুই মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা সাকিব আল হাসান। জানা গেছে, এদিন অনলাইনে ঢাকা লিগের দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন সাকিব।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন থেকে শাইনপুকুরে নাম লিখিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। প্রাইম ব্যাংক ছেড়ে শেখ জামালের হয়ে খেলবেন তরুণ ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। প্রাইম ব্যাংকের হয়ে এবার খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের খেলা সাব্বির রহমান।

ভেন্যুগুলো হচ্ছে- বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।