News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

গণঅভ্যুত্থানের রাতে বিসিবি থেকে নথিপত্র গায়েব, জানেন না সিইও

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-21, 2:49pm

img_20240821_144711-f83e7d1658fbf431f1fc7ac7dd05b1df1724230194.jpg




ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারাদেশে শুরু হয় বিজয় উল্লাস। এ সময় জনশূন্য হয়ে পড়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এই সুযোগে লুটপাটের ঘটনাও ঘটে অনেক জায়গায়। দেশের অন্য সব আঙিনার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ছিল নানান অনিয়ম আর দুর্নীতির ছাপ।

তাই গণঅভ্যুত্থানের রাতে বিসিবিতে ঘটে গেছে এক অনাকাঙ্খিত ঘটনা। জনশূন্য বিসিবি ভবনে প্রবেশ করেন তিন থেকে চারজন যুবক। ব্যাগে করে সরিয়ে ফেলা হয় গোপনীয় নথি।

গণমাধ্যমের সুবাদে বিসিবির সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। অন্তত দুটি ব্যাগে ভরে বিসিবি থেকে সরানো হয়েছে বেশ কিছু জিনিস। তবে সেসব কি আসলেই নথিপত্র কি না তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সবচেয়ে বড় কথা, ক্রিকেট বোর্ডের বর্তমান সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও জানেন না এমন কাণ্ড নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েবের অভিযোগ উঠেছে বোর্ডের একাধিক কর্মকর্তা ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে। এ সংক্রান্ত সিসিটিভির বেশ কয়েকটি ফুটেজ এসেছে দেশের বেসরকারি একটি গণমাধ্যমের হাতে। যেখানে দেখা গেছে অপরিচিত একাধিক ব্যক্তি, গত ৫ আগস্ট রাতে ব্যাগে করে বিসিবি কার্যালয় থেকে বেশ কিছু জিনিস সরিয়ে নেন।

এ সময় তাদের নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা। যদিও নথি সরানোর সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৫ আগস্ট রাত ৯টার পর মিনিটে বিসিবি কার্যালয়ের করিডোর ধরে হেঁটে বেরিয়ে যাচ্ছেন দুজন যুবক। যার একজনের কাঁধে ব্যাগ। মোবাইলের আলো জ্বেলে রাত ৯টা ১৭ মিনিটে বের হয়ে যান তারা। এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিসিবিতে প্রবেশ করেন তারা।

রাত ৯টা বেজে চল্লিশ মিনিট। দুইটি ব্যাগ নিয়ে এক ব্যক্তি নেমে যায় লিফটে করে। ব্যাগ দুটিই যে বিভিন্ন জিনিসে বোঝাই করা ছিল তা ব্যাগের অবস্থা থেকেই স্পষ্ট। কিছু সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ নথি ছাড়াও সেখানে ছিল নগদ অর্থ।

তবে এসব নিয়ে একেবারেই জানেন না নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন, নথি গায়েবের বিষয়টি তিনি নিজেও মিডিয়াতেই দেখেছেন। এমন বিষয়ে আসলে কখনও কথা বোলার সুযোগ হয়নি। কথা বলব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত দেড় দশকে অনেক অনিয়ম হয়েছে এমন অভিযোগ আছে ক্রিকেট সংগঠক, কোচ থেকে শুরু করে জাতীয় দলেরই একাধিক সাবেক ও বর্তমান খেলোয়াড়ের। রাজনৈতিক কারণেই মুখ খোলেননি লম্বা সময় ধরে। তাতে এবার নতুন এক মাত্রা যোগ করেছে ৫ আগস্ট রাতের এই ঘটনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।