রাত পোহালেই মাঠে গড়াচ্ছে একাদশ বিপিএল। উদ্বোধনী দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যে, দ্বিতীয়টি রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের।
প্রথম দফায় বিপিএলের ৮টি ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, অর্থাৎ উদ্বোধনী দিনের দুটি ম্যাচও মিরপুরে। সোমবার (৩০ ডিসেম্বর) প্রথম ম্যাচ, তাই টিকিটের জন্য আগের দিন স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে হাজির হয়েছিলেন আগ্রহী দর্শকরা।
টিকিট বিক্রির জন্য স্টেডিয়ামের পাশে কোনো বুথ নেই। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও বিসিবি থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানানোয় উত্তেজনা বাড়তে থাকে। এর আগে, বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বিপিএলের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে চান। তবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সে কারণেই এমন দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়। পরিস্থিতি জটিল হতে থাকলে ঘোষণা আসে অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
বিসিবি জানিয়েছেম মধুমতি ব্যাংকের ৭টি শাখায় আগামীকাল টিকিট পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
যেসব শাখায় টিকিট পাওয়া যাবে:
১. মিরপুর ১১)
২. মতিঝিল শাখা
৩. উত্তরা শাখা, জসিম উদ্দিন রোড
৪. গুলশান শাখা, গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি
৫. ধানমন্ডি শাখা, পুরাতন রোড ২৭
৬. কামরাঙ্গীর চর
৭. ভিআইপি রোড শাখা, পল্টন
অনলাইনে টিকিট পাওয়া যাবে এই লিংকে- https://www.gobcbticket.com.bd/