গত বছর টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন কুমার দাস। তবে খুব তাড়াতাড়ি টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি।
শনিবার (৮ মার্চ) মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।
আসন্ন ২০২৭ বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল।
‘বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’
চলতি বছরই পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে।
তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।
আরটিভি