News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তানের কেউ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-10, 7:16am

43f0aa596540c05e74be05f0d29ec8f788b90c6d8388766f-6de893975db93ff7844855a6f89b0de01741569404.jpg




এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত পাকিস্তানে না যেতে চাওয়ায় তাদের ম্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে। এমনকি ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখা পাওয়া যায়নি কোনো পিসিবির কোনো কর্তাকে। যা দেখে অনেকেই অবাক হয়েছেন।

নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সর্বোচ্চ তৃতীয়বারের মতো এই শিরোপা জেতে মেন ইন ব্লুরা। ম্যাচ জয়ের পর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে অবাক করার বিষয় হচ্ছে, সেই অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্তা। যে দেখে হতাশ হয়েছে অনেক পাকিস্তানি ক্রিকেটারও।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ক্ষুব্ধ হয়ে এই ভিডিওতে বলেন, ‘খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক।’

পাকিস্তানের এই সাবেক পেসার আরও বলেন, ‘পাকিস্তানের একজন মানুষকেও ওখানে দেখলাম না। ব্যাপারটা বুঝতেই পারছি না। কেউ কেনো ট্রফি দিতে এলেন না? প্লিজ এটা নিয়ে ভাবুন। বিশ্বমঞ্চে তো আপনাদের থাকতে হবে। কিন্তু দুঃখজনক যে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনকেও সেখানে দেখলাম না। আমরা এটার আয়োজক, অথচ আমাদের কেউই নেই।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি, আর আইসিসির চেয়ারম্যান জয় শাহ।  সযময়