News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

সন্ধ্যায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন শাহরুখ ও সালমান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-22, 2:52pm

43543543534-c5646e004f668773ce29425911a6c61b1742633535.jpg




আর মাত্র কয়েক প্রহরের অপেক্ষা। সন্ধ্যায় জমকালো আয়োজনে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরে দেখা মিলবে বলিউডের দুই মেগাস্টার শাহরুখ ও সালমান খানের।

জানা যায়, কলকাতার ইডেন গার্ডেনে আয়োজিত চোখ ধাঁধানো অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের অসংখ্য তারকা। তাদের পাশাপাশি মনোমুগ্ধকর পারফরম্যান্স করবেন বিশ্বের খ্যাতিমান তারকারাও।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, আইপিএলের উদ্বোধনীতে বলিউড বাদশা শাহরুখ খান এবং বিগ বস সালমান খান ছাড়াও উপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, দিশা পাটানি, ভিকি কৌশল, এবং সঞ্জয় দত্তের মতো জনপ্রিয় তারকারা।

উপস্থিত থাকার কথা রয়েছে বরুণ ধাওয়ান, তৃপ্তি দিমরি, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলিব্রেটিদেরও।

এনডিটিভির প্রতিবেদন বলছে, বলিউড কিং তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

মঞ্চে জমজমাট পারফরম্যান্স করতে দেখা যাবে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানকে। আরও থাকবে জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক। এছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক কিংবদন্তি ক্রিকেটাররাও।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শেষে কলকাতার ইডেন গার্ডেনেই এবারের আসরের খেলার প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। ৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের অষ্টাদশতম ক্রিকেটের এ আসর।