News update
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     

তামিমের জন্য সবার কাছে দোয়া চাইলেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-25, 8:53am

wrewrreqe32-26ea75b5fd4e047e1ba195299d295e901742871195.jpg




প্রিয় বন্ধু তামিম ইকবালের জন্য স্বজন, ভক্ত-সমর্থকসহ গোটা দেশের মানুষের সঙ্গে দোয়া চেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সোমবার (২৪ মার্চ) রাতে  নিজের ফেসবুক পেজে পোস্ট করে দোয়া চোন তিনি।  

আজ আমার জন্য বিশেষ দিন মন্তব্য করে পোস্টে সাকিব লিখেছেন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। 

তামিমের সুস্থতা কামনা করে তিনি আরও লিখেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। 

টাইগার অলরাউন্ডার আরও লিখেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন- আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। 

এর আগে, নিজের জন্মদিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!। 

প্রসঙ্গত, সকালে ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে টস করতে গিয়ে অধিনায়ক তামিম ইকবাল হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তিনি। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে আবারও বিকেএসপিতে ফিরে আসেন এই ক্রিকেটার।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডিসি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।  

চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই।  আরটিভি