News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

ধূমপানের কথা প্রকাশ করায় তামিমের কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-28, 5:37pm




গত কয়েকদিন ধরেই আলোচনায় দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। গত সোমবার হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এরপর জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরেছেন এই ব্যাটার। তবে একজন স্পোর্টসম্যানের ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় অনেক প্রশ্ন জমেছিল অনেক ভক্তদের মনে।

তবে গতকাল সব প্রশ্নের উত্তর দিয়েছেন এভারকেয়ার হাসপাতালের দুই জন সিনিয়র চিকিৎসক সাহাবউদ্দীন তালুকদার ও আরিফ রহমান। তামিমের চিকিৎসার বর্ণনা দিতে গিয়ে ধূমপানের বিষয়টি সামনে আনেন তারা। এমনকি হাসপাতালে তামিম ধূমপান করতে চেয়েছেন এমন তথ্য প্রকাশ করেন।

যা অনেকেই ভালো ভাবে নেননি। দুই জন নামী, দক্ষ, অভিজ্ঞ ও সিনিয়র চিকিৎসকের এমন আচারণকে অপেশাদার বলছেন অনেকেই। তামিমের মতো একজন ক্রিকেটারের পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের কথা চিন্তা করে ধূমপানের প্রসঙ্গ সরাসরি না বললেই ভালো হতো।

তবে এই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই ওই দুই চিকিৎসক সংবাদ সম্মেলনে এসে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও আরিফ রহমান দুঃখ প্রকাশ করেন।

প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার বলেন, তামিমের শারিরীক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ধূমপানের প্রসঙ্গ চলে আসে। ধূমপান যে হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা জানাতে গিয়ে ভুলবশত তামিমকে সম্পৃক্ত করার জন্য দুঃখিত। আমি আসলে ধূমপানটা হৃদরোগীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বলে বোঝাতে গিয়ে তামিমকে জড়িয়ে ফেলেছিলাম। সেজন্য দুঃখিত।

এভারকেয়ার মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান বলেন, ধূমপানের বিষয়টি সামনে এনে আমরা বুঝতে পেরেছি, দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক জীবন ও গোটা ক্যারিয়ারের জন্য একটা নেতিবাচক বার্তা দিয়েছে। বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। আমি ও স্যার সাহাবউদ্দীন তালুকদার আন্তরিকভাবে দুঃখিত। আমরা তামিম ভাই এবং তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যেন দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন।আরটিভি