News update
  • ‘March for Gaza’ in Dhaka Demands End to Israeli Offensive in Palestine     |     
  • Kishoreganj’s ‘Pagla Mosque’ collects 28 sacks of donation     |     
  • Bangladesh Sent Garments to 36 Nations via India     |     
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     

বোলারদের সমালোচনা করে নাকভির পদত্যাগ চান কামরান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-04, 9:00am

ererewrwer-f7e9bd4d90d198afdb123bcc9ceb2e791743735612.jpg




পাকিস্তানের ক্রিকেট দলের একের পর এক ব্যর্থতায় হতাশ সাবেক ক্রিকেটাররা। বেহাল দশার পরিবর্তনে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির পদত্যাগ করা প্রয়োজন। দেশটির ক্রিকেট পরিবর্তনে পুরো বোর্ডকে ঢেলে সাজানো উচিত বলে কড়া মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার কামরান আকমল। শুধু তাই নয়, বোলারদের এক হাত নিলেন সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান।

কোনোভাবেই সুদিন ফিরছে না পাকিস্তানের ক্রিকেটে। একের পর এক ব্যর্থতায় সমালোচনা চলমান। ঘরের মাটিতে সিরিজ হোক কিংবা প্রতিপক্ষের মাঠে, কোথাও জয়ের দেখা পাচ্ছে না বাবর-রিজওয়ানরা। এমন বেহাল দশায় প্রায়ই নিজেদের দেশের ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য করে বসেন সাবেক ক্রিকেটাররা। যেখানে পিসিবির দূরদর্শীতার অভাবকেই দুষছেন তারা। কোচদের পদত্যাগ, নির্বাচকদের চাকুরিচ্যুত করার ঘটনা কিংবা বারবার নীতি নির্ধারনী মহলে পরিবর্তন। সব মিলে হযবরল অবস্থান পিসিবির। পাকিস্তানের ক্রিকেটের এমন দৈন্যদশায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল।

ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে যাচ্ছেতাই পারফর্ম করে মেন ইন গ্রীন। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় দলটাকে। সেই ক্ষত না শুকাতেই আবারও বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারতে হয় দলটাকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হেরেছে তারা। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের ব্যর্থতায় কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির ক্রিকেট।

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে এই হারে রীতিমতো ফুঁসে উঠেছেন কামরান আকমল। ক্রিকেটারদের নয়, বরং বোর্ডের পরিকল্পনার অভাব আর সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারার কারণেই এমন বেহাল দশা মেন ইন গ্রীনের বলে দাবি সাবেক এই উইকেটকিপার ব্যাটারের। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির পদত্যাগের দাবি করেন কামরান। শুধু বোর্ড সভাপতিকে নিয়ে কড়া মন্তব্য করেই থামেননি বরং পাক বোলারদেরও এক হাত নিলেন সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল বলেন, 'পাকিস্তানের ক্রিকেটের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি এটা। পিসিবি চেয়ারম্যান যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলের তার বিবেচনা করা উচিত। তার পদত্যাগ করা উচিত। নিজের সুনামও নষ্ট করা উচিত না। বর্তমান এই দলের অবস্থা আপনি উন্নতি করুন। আর পাকিস্তানের বোলারদের কথা আর কি বলবো? এই পিচেও বোলাররা পারফর্ম করতে না পারলে কোথায় গিয়ে পারফর্ম করবে? এশিয়ার পিচেও তারা ভালো করতে পারে না, এশিয়ার বাইরে গিয়েও তারা ভালো করতে পারে না। আমাদের বিপক্ষে তাহলে প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলানো উচিত। আমরা জানি না যে কোথায়, কিভাবে বোলিং করতে হয়। পিসিবিতে পরিবর্তন আনা খুব জরুরি।'

পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশার পরিবর্তনে পুরো বোর্ডকে ঢেলে সাজানোরও পরামর্শ দিয়েছেন কামরান আকমল।