ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হেয়েছিল পাকিস্তানকে। এরপর নিউজিল্যান্ড সফরেও পুরোপুরি ব্যর্থ হয়েছে ম্যান ইন গ্রিনরা। সিরিজ হারতো আছেই, ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে বাবর রিজওয়ানদের, যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে ক্রিকেটারদের।
সমালোচনার মাত্রা এতটাই বেড়েছে যে মেজাজ হারিয়ে বসেছেন পাক ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে পরাজয়ের পর শুধু মেজাজ হারিয়েই ক্ষান্ত হননি খুশদিল শাহ। একেবারে বাউন্ডারি সীমানা পেরিয়ে সেই দর্শককে পেটাতেও এগিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষী আর সতীর্থরা আটকান তাকে।
শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত হয় হোয়াইটওয়াশের লজ্জা। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে।
সে সময়েই নাকি মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। আর সেটাই একেবারে ভালোভাবে নেননি খুশদিল শাহ। মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার।
বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়। আর এমন আচরণের পর নিশ্চিতভাবেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে খুশদিল শাহের বিপক্ষে।
পিসিবির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, দুজন আফগান নাগরিকই পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি। আরটিভি