News update
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     
  • Arrest Orders Hasina, Rehana, Tulip, 53 others      |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     

বিশ্বকাপ বাছাই পর্বে রোববার আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-12, 6:58pm

rt434234-acf9ad9c9fc80e4b94607db0a20a302b1744462686.jpg




নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল রোববার(১৩এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে থাইল্যান্ড নারী দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় টাইগ্রেসদের এটিই সবচেয়ে বড় জয়।

এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড বুকে অনেক রেকর্ডের পাশে নিজেদের নাম লিখেন বাংলাদেশের মেয়েরা। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে এদিন অনেক রেকর্ড গড়েন জ্যোতি বাহিনী।  

মাঠের লড়াইয়ের দিক থেকে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলকে হালকা করে নেওয়া যাবে না। কারণ আয়ারল্যান্ডের মেয়েরা বিশ্বের বিভিন্ন টি২০ লিগ খেলে থাকে।

জয় দিয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে বাংলাদেশ দলনেতা নিগার অনেক খুশি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’

অন্যদিকে, বাছাই পর্বের শুরুটা আয়ারল্যান্ডের ভালো হয়নি। প্রথম ম্যাচ তারা হার দিয়ে শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরে যায় আইরিশ মেয়েরা।  

আরটিভি