জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শান্ত ও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেননি শান্ত। ১০ রানের আক্ষেপ নিয়ে আউট হয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৬ রান। মুমিনুল হক ৩৩ ও মুশফিকুর রহিম শূন্য রানে ব্যাট করছেন।
রোববার (২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাট থেকে আসে ৩১ রান। তবে ইনিংস বড় করতে পারেননি সাদমান।
২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। ১ রানের ব্যবধানে সাদমানের দেখানে পথে হাঁটেন জয় (১৪)। এতে দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এরপর টাইগার শিবিরের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।
প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলছে টাইগাররা। লাঞ্চ বিরতির মাঠে নেমে দেখে শুনেই খেলছিলেন দুই ব্যাটার। তবে ৩২তম ওভারে মুজারাবানিতে কাট করতে গিয়ে ক্যাচ আউট হন শান্ত। ৬৯ বলে ৪০ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। আরটিভি।