News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

জিম্বাবুয়ে শিবিরে নাহিদের জোড়া আঘাত

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-21, 11:28am

erwerwqeqw-1fef54ee1de0af064b2f088aadd034141745213319.jpg




প্রথম দিনের পর দ্বিতীয় দিনের খেলা শুরু হলে শুরুতেই জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন পেসার নাহিদ রানা। খেলা শুরু হলে রানার গতির সামনে হিমশিম খাচ্ছিলেন জিম্বাবুয়ের ওপেনিং জুটি। সেই সুযোগটি কাজে লাগিয়ে বাউন্সার দেন রানা। আর সেই বল খেলতে গিয়ে বেন কারান মমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ব্যাটার বেন কুরান। এরপর নাহিদ ও হাসান তাদের গতির দিয়ে জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নিয়ে সফরকারিদের চাপে ফেলে দেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ১০০ রান। শন উইলিয়ামস ৮ ও ক্রেইগ এরভিন ৪ রানে ব্যাট করছেন।   

এর আগে, চার বোলারকে দিয়ে চেষ্টা করিয়েও দিনের শেষভাগে আলোকস্বল্পতার সুযোগটা কাজে লাগাতে পারেনি টাইগাররা। উল্টো ৪ দশমিক ৭৫ গড়ে ১৪.১ ওভারে ৬৭ রান তুলে নিয়ে দিন শেষ করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেন। াবাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের জন্য এটা ওপেনিং জুটিতে ৬ষ্ঠ সর্বোচ্চ রান। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে ১১০ রানে। 

যে পিচে রান তুলতে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খেয়েছেন পুরোটা দিন, শেষ বিকেলে সেখানেই ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে বোলারদের শাসন করেছেন বেনেট। ৬ চারের সাহায্যে ৩৭ বলে ৪০ রান তার। বেন কারেন অবশ্য টেস্টই খেলেছেন। ৪৯ বলে করেছেন ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক চার বোলার ব্যবহার করেও পাননি উইকেটের দেখা। 

এর আগে ব্যাট করতে নেমে ১৯১ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। দিনের শুরুতে ৩২ রান তুলতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারাতে হয়। 

প্রাথমিক এ ধাক্কা সামলে দলকে এরপর পথ দেখাতে থাকেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু, স্কোরবোর্ডে ৬৬ রান যোগ হতে ভেঙে যায় এ জুটি। দলীয় ৯৮ রানের মাথায় আউট হন শান্ত। ৬৯ বলে ৪০ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাধেভেরের হাতে ক্যাচ হন টাইগার অধিনায়ক। এরপর মুমিনুলের সঙ্গে নতুন ব্যাটার মুশফিকুর রহিমের জুটি হয় মাত্র ২৫ রানের।

১৮ বলে মাত্র ৪ রান করে ফেরেন মুশফিক। ওয়েলিংটন মাসাকাদজার বলে শর্ট মিড উইকেটে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।

মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মুমিনুলও। মাসাকাদজার বলে আউট হওয়ার আগেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি করে নেন বাঁহাতি ব্যাটার। ১০৫ বলে ৫৬ রান (৮ চার ও ১ ছক্কা) করেন তিনি।

নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ হন মুজারাবানির শিকার। ৪ বলে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী। দলীয় ১৩৭ রানে পতন হয় ৬ উইকেটের।

আট নম্বর ব্যাটসম্যান তাইজুল ইসলাম টেকেন ১৯ বল। তবে রান করেন মাত্র ৩। তিনিও হন মাসাকাদজার শিকার। ইনসাইড এজ হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন তাইজুল। ১৪৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে হাসান মাহমুদকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাকের আলী অনিক; গড়েন ৪১ রানের জুটি। ৩০ বলে ১৯ রান করে হাসান মাহমুদ আউট হলে ভেঙে যায় জুটিটি। পরে উড়িয়ে মারতে গিয়ে আউট হন জাকের আলী। ৫৯ বলে ২৮ রান করেন ডানহাতি ব্যাটার।আরটিভি