News update
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     
  • Nepal Police fire on protesters outside parliament, killing 10     |     
  • DUCSU 2025 Election's Digital Mirage     |     
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     
  • Khulna’s new central jail promises real change in care     |     

প্রথমবার আইসিসির মাস সেরার মনোনয়ন পেলেন মিরাজ 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-05, 9:01pm

325235325-cd4949746e8d9dab92963939ca698ff71746457315.jpg




জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট ব্যর্থ হলেও চট্টগ্রামে ফাইফার ও সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার পুরস্কার স্বরূপ এবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সোমবার (৫ মে) এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় জায়গা পাওয়া অপর দুই ক্রিকেটার হলেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।

প্রথমবার আইসিসির মাস সেরা ক্রিকেটারের নমিনেশন পেয়েছেন মিরাজ। ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসান মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা মিরাজ হতে পারেন দ্বিতীয় বাংলাদেশি।

সিলেটে দুই ইনিংসে জিম্বাবুয়ের ১০ উইকেট নেন তিনি। চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। পরে দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। 

এদিকে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন ব্লেজিং মুজারাবানি। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার বোলিংয়ের জবাব না পেয়ে হেরে গেছে বাংলাদেশ। ওই বোলিংয়ের কারণে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ে ৭০০ রেটিং পান তিনি।

তৃতীয় ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন কিউই পেসার বেন সিয়ার্স। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হ্যামিল্টনে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম্যাচেই পাঁচটি করে উইকেট তুলে নেন এই ২৭ বছর বয়সী পেসার।  

এ ছাড়া আইসিসির এপ্রিল মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের ফাতিমা সানা, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রেস ও ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথিউস। গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তারা নিজ দলের হয়ে দারুণ ক্রিকেট খেলায় মাস সেরার তালিকায় জায়গা পেয়েছেন।আরটিভি