News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ তামিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-21, 8:31pm

21284f141ab481fe7482139dd5e1f8b3c9a23b0c11399a88-93f3032cfa155698697cbef2e35028951747837913.jpg




সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক হাফ-সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। এক দিন পরেই তার পুরস্কার পেলেন বাঁহাতি এই ওপেনার। আইসিসির সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়েছেন তানজিদ, বর্তমানে তার র‌্যাঙ্কিং ৯৮ নম্বর।

শাজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯ বলে ১০ রান করেন তানজিদ তামিম। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ এক ফিফটি মারেন বাঁহাতি এই ব্যাটার। বাংলাদেশ ম্যাচটি হারলেও ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এই ইনিংসেই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাস, জাকের আলী অনিক এবং তাওহীদ হৃদয়ও। সিরিজের প্রথম ম্যাচে ১১ রান করেন লিটন। দ্বিতীয় ম্যাচে করে ৪০ রান। আর তাতেই একধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে লিটনের অবস্থান ৪৯ নম্বরে। দুই ম্যাচে ১৩ ও ১৮ রান করা জাকের এগিয়েছেন ৬ ধাপ, তার অবস্থান এখন ৮২ তে। এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন হৃদয়।

প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ১০০ রানের ইনিংস খেললেও এখনও র‍্যাঙ্কিংয়ের সেরা একশ’র মধ্যে জায়গা করে নিতে পারেননি ইমন। 

অন্যদিকে দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। প্রথম ম্যাচে তিনি করেন ৫৪ এবং দ্বিতীয় ম্যাচে করেন ৮২ রান। দুই হাফ-সেঞ্চুরিতে ৮ধাপ এগিয়েছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ১৯তম। তার সতীর্থ আসিফ খান ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৮তম স্থানে। 

বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তার অবস্থান এখন ২৫তম। দুই ম্যাচে তিন উইকেট নেয়া তানজিম হাসান সাকিব এখন ৪০ নম্বরে। আর শরিফুল দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিয়ে উঠে এসেছেন ৭৬ নম্বরে। 

সপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের তালিকায় এগিয়ে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।