News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

ছক্কা খেয়ে বাংলাদেশি ক্রিকেটারের হেলমেট ধরে টানাটানি প্রোটিয়া বোলারের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-28, 3:39pm

97622a8baa9b290c5b26c89f45fa1b4f66d0b8b99b390170-e873d7a266987ac05cabbb0fcd54ef6a1748425199.jpg




দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বোলার ইনোসেন্ট এনতুলির বলে এগিয়ে এসে ছক্কা হাঁকালেন রিপন মণ্ডল। ছক্কা খেয়েই এনতুলি এগিয়ে গেলেন রিপনের দিকে, মারলেন ধাক্কা। বাংলাদেশের পেসার তাকে বারবার সরিয়ে দেয়ার চেষ্টা করলেন। কিন্তু এরপরই প্রোটিয়া বোলার জড়ালেন বাগ্‌বিতণ্ডায়। এক পর্যায়ে তো রিপনের হেলমেট ধরে টান মারলেন। বাংলাদেশি পেসার আবার তাকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেন। অতঃপর এগিয়ে এলেন কয়েকজন প্রোটিয়া ফিল্ডার ও আম্পায়ার। পরিস্থিতি ঠাণ্ডা করতে করতে দুজনের মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেল।

এমন ঘটনাই আজ (বুধবার) ঘটেছে বাংলাদেশ ইমারজিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে। বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ছক্কা খেয়ে মেজাজ হারিয়েছিলেন ইনোসেন্ট এনতুলি।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং ক্রিকেটারদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণের ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ম্যাচটির প্রথম শ্রেণির মর্যাদা না থাকলেও এই ঘটনায় শাস্তির মুখোমুখি হতে পারেন এই দুই ক্রিকেটার। ম্যাচ রেফারি সেলিম শাহেদের দৃষ্টিগোচর হয়েছে এই ঘটনা। দেশের একটি জাতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কীভাবে শাস্তি দেয়া হবে ওঠা শাস্তি কীভাবে কার্যকর হবে, তা বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ইমার্জিংয়ের শুরুটা দারুণ হয়েছে। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৭১ রান করেছে বাংলাদেশ। রিপনের উইকেট শেষ পর্যন্ত এনতুলিই নিয়েছেন। স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৮১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন এই পেসার।  সময়