News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-31, 6:36am

9a8fd848a71ef61acd8911210fcb317d30d329c57abf1a92-bdcee3da3fa329cb5b241142fd72e1e61748651763.jpg




সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫৭ রানে হারল বাংলাদেশ। পাকিস্তানের টার্গেট দেয়া ২০২ তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১৪৪ রানেই গুটিয়ে যায় লাল-সবুজরা। এর ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক পাকিস্তান।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের ব্যাটাররা। পুরো ইনিংসে প্রতিরোধ গড়ে উঠতে পারেনি। তানজিম হাসান সাকিবের লড়াকু ফিফটি ছাড়া বাকিদের ব্যাট ছিল নীরব। ৩০ বলে ৫০ রান করে কিছুটা ব্যবধান কমান তানজিম, তবে বাংলাদেশ থেমে যায় ১৪৪ রানে।

রান তাড়ায় ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ধস নামে ইনিংসে। ৪৬, ৫৪, ৫৬, ৭০, ৭৭, ১১০ হয়ে সবশেষে ১৪৪ রানেই গুটিয়ে যায় ইনিংস।

তানজিদ হাসান ৩৩, ইমন ৮, লিটন ৬, হৃদয় ৫, মিরাজ ২৩ রান করেন। জাকের আলী শূন্য, শামিম ৭, রিশাদ ১ ও হাসান মাহমুদ করেন ৮ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া হাসান আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, সাদাব খান, খুশদিল শাহ ও সাইম আয়ুব পেয়েছেন একটি করে উইকেট। উইকেটশূন্য ছিলেন কেবল সালমান আগা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৬ উইকেটে করে ২০১ রান। একাদশে ফখর জামানের পরিবর্তে জায়গা পাওয়া সাহিবজাদা ফারহান খেলেন ৪৭ বলের ঝড়ো ইনিংস, ১৮০ স্ট্রাইকরেটে করেন ৭৪ রান। তাতে ভর করেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

হাসান নাওয়াজ করেন ৫১, মোহাম্মদ হারিস ৪১ ও সালমান আগা ১৯ রান। ব্যাট হাতে দারুণ ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন সাহিবজাদা ফারহান।

সিরিজের প্রথম ম্যাচেও ২০১ রান করেছিল পাকিস্তান, সেদিন ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। সময়।