News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

বিপিএলের একাদশ আসর ডিসেম্বর-জানুয়ারিতে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-01, 6:39am

5f61586861931340fdca5378711b4b38b1549b845a24daa7-747d8a1e6aa0c8cc15ff426d58dd421b1751330380.jpg




বিপিএলের একাদশ আসরের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জানুয়ারিতে হবে বিপিএলের আসন্ন আসর।

সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড মিটিংয়ে বিপিএলের সময়সূচি নির্ধারণ করেন বিসিবির পরিচালকরা। এদিন বিপিএলের সময়সূচি ছাড়াও টুর্নামেন্টের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক ইফতেখার আলম মিঠু।

বিপিএলের এবারের আসরে আসছে বেশকিছু নতুনত্ব। টুর্নামেন্টে দল নিতে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে চুক্তি করতে হবে পাঁচ বছরের জন্য। এছাড়া নতুন করে যে গভার্নিং কাউন্সিল গঠন করা হবে তাতে বোর্ডের বাইরের সদস্যদেরও রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিপিএলের প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘বিপিএলের উইন্ডোটা ঠিক হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। দলগুলের সঙ্গে ৫ বছরের চুক্তি হবে। দেখুন—বিপিএলে নিয়ে আমাদের সমালোচনা গতবারও ছিল, আগেও ছিল।’

বিপিএলের গত মৌসুমে ৭টি দল অংশ নিলেও এবার কারা থাকছে তা ঠিক হয়নি। সব ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই এবার দল পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে বিসিবি। গতবারের আসরে দুর্বার রাজশাহীর মতো তিক্ত অভিজ্ঞতা আর চায় না সংস্থাটি।

এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘দলের সংখ্যা কয়টা হবে সেটা এখনো অনুমোদন দেয়নি হয়নি কিন্তু আমরা একেবারে প্রোপার দল নেব। যাতে আমাদের যে অতীত অভিজ্ঞতা সেটা যাতে না হয়। ধরুন, আমরা বললাম ১০টা দল কিন্তু আমরা ১০ টা প্রোপার দল পেলাম না তখন হয়ত আমরা সাতটা দলে করব। সাতটা দল পেলাম না কিন্তু পাঁচটা দল পেলাম তাহলে প্রোপার ৫ টা দল নিয়েই করব। আবার আমরা রাজশাহীর অভিজ্ঞতা নিতে চাই না।’

বিপিএল নিয়ে সমালোচনা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নানা রকম অপেশাদার ঘটনা টুর্নামেন্টটি হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া, উইকেট, বিদেশি ক্রিকেটারদের মান নিয়ে প্রশ্ন ওঠে প্রতি বছরই। এবার এই বিষয়ে নতুন উদ্যোগ নিতে চাইছে বিসিবি। টুর্নামেন্টের ব্র্যান্ডভ্যালু বাড়ানো ও পেশাদারভাবে আয়োজনে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্টকে যুক্ত করবে বিসিবি।  

মিঠু বলেন, ‘আমরা আন্তর্জাতিক সুখ্যাতি থাকা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিব (বিপিএল আয়োজনের দায়িত্ব)। ক্রাইটেরিয়াটা হচ্ছে যারা এরকম লিগ আয়োজন করেছে তাদের নিযুক্ত করে তাদেরও পরামর্শ নিয়ে, আমাদেরও অভিজ্ঞতা নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই।’  

স্বচ্ছতা নিশ্চিত করতে বিপিএলের কমিটিতে রাখা হবে বিসিবির বাইরের বিশেষজ্ঞদের। এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা বাংলাদেশের ক্রিকেটে করা হয়নি—বিপিএলের কমিটিতে স্বচ্ছতা দেয়ার জন্যে বাইরের লোক থাকবে। আমরা যাতে এটা ক্লিন ইমেজ নিয়ে শেষ করতে পারি, স্বচ্ছতা থাকে সেজন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে বিপিএল কমিটিতে বাইরের লোককেও যুক্ত করা হবে। আপনাদের মধ্যেও কেউ হতে পারে বা নানান ডিসিপ্লিনারির বিশেষজ্ঞদের যুক্ত করা হবে সরকার থেকে।’