News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

মুশফিক-রিয়াদের জায়গায় কারা খেলবেন, জানালেন মিরাজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-02, 8:49am

24d06c7d0dc997b009f5164e759b201ad760d9098ce7b4ec-90cf712ac498529f7965830b646707141751424583.jpg




তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার (২ জুলাই) মাঠে নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রায় ২০ বছর পঞ্চপাণ্ডবের কোনো সদস্য ছাড়াই ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সবশেষ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম-ই ছিলেন, বাকি তিনজন- মাশরাফি, তামিম ও সাকিব তো নেই আগে থেকেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহমুদউল্লাহ ও মুশফিকও অবসরের ঘোষণা দিয়ে দেন। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়। 

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় কারা খেলবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিনিয়র দুই ক্রিকেটারের জায়গায় খেলতে পারেন তিনি নিজেই এবং লিটন দাস। 

সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে লিটনকে। আর ছয় নম্বরে মিরাজকে। ব্যাটিং পজিশন নিয়ে খোলাসা না করলেও এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই দুটো পজিশনকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন মিরাজ।   

তিনি বলেন, ‘দেখেন, এর আগে বলেছি; আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি, ওডিআই খেলেনি এবং দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে গিয়েছে। তারা অবসর নিয়ে নিয়েছে, তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলো দলের জন্য।’ 

মিরাজ আরও বলেন, ‘দুইটা জায়গা অনেক মূল্যবান দলের জন্য আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো যারা অভিজ্ঞ খেলোয়াড় তারা যেন ওই জায়গাটা নিতে পারে। অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হয় দুইটা জায়গার একটা জায়গা আমি ব্যাটিং করতে পারি। আরেকটা জায়গা হয়তো লিটন দাসকে খেলাতে পারি। কারণ আপনি দেখেন যে, ওখান থেকেই কিন্তু খেলাটাকে বানাতে হয়।’ 

এক সময় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ বা মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া বাংলাদেশের একাদশ ভাবাই যেত না। তবে সময়ের পরিক্রমায় এবার তাদের কেউই দলে নেই। বিশেষ করে মুশফিক-মাহমুদউল্লাহর না থাকা নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। 

দেড় দশকের বেশি সময় ধরে ওয়ানডেতে তারাই সামলেছেন বাংলাদেশের মিডল অর্ডার। তবে তারা যেহেতু নেই তাই যারা আছেন তাদের দিয়েই শূন্যতা পূরণের চেষ্টা করবেন মিরাজ। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে হুট করে সেই শূন্যতা পূরণ সম্ভব নয় বলে ধারণা ওয়ানডে অধিনায়কের। এ জন্য বাড়তি সময় চান তিনি। 

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘দেখেন, আপনি যেটা বললেন, সিনিয়র কোনো প্লেয়ারই নেই। এটা তো আমি এর আগেও বলেছি, অবশ্যই আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় থাকলে ভালো লাগতো। যেহেতু নেই তারা, তাদের জায়গায় কারা আসবে, সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি।’ 

‘লাস্ট যে চ্যাম্পিয়নস ট্রফিতে মুশফিক ভাই এবং রিয়াদ ভাই খেলেছে, সে দুইটা জায়গায় আমরা কোন প্লেয়ারদের খেলালে ভালো হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে এবং লং টাইমের জন্য আমরা চিন্তা করতে পারি- সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এবং আশা করি একটা দুইটা সিরিজে এটা হবে না, এটার জন্য আমাদেরকে সময় দিতে হবে।’ 

মিরাজ আরও বলেন, ‘একসঙ্গে এতগুলো খেলোয়াড় চলে যাওয়াতে সবার জন্যই একটু ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি আমাদের যে জায়গাগুলো আছে, সেটা ডেভেলপ করার জন্য। আমরা যারা আছি, আমরাও অনেকদিন একসঙ্গে ক্রিকেট খেলেছি। বিশেষ করে আমি বলেন, শান্ত বলেন, লিটন দাস আছে, মোস্তাফিজ, তাসকিন, তাওহীদ হৃদয়- অনেকের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বছর খেলেছে, তারা জানে কীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হবে। সেই জায়গাগুলো আমার মনে হয় প্রস্তুতি নিয়ে খেলতে হবে।’