News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা, বললেন বিসিবি পরিচালক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-09, 11:03am

0e248a6d23821c70330bc114d0257717f5bfeb9a5bae8d86-e008788b2602355ecbea2dafc26b2dc71752037415.jpg




রাজনৈতিক কারণে অনেকদিন ধরেই দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। তবে দেশের বাইরের সিরিজ বা টুর্নামেন্টগুলোতে কেনো থাকছেন না এই অলরাউন্ডার, সেটা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছে। এবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। কিন্তু সাকিব যেহেতু বোলিং অ্যাকশন শুধরে এসেছেন, তাই তার আরও কিছু ম্যাচ দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মিঠু।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব৷ রাজনৈতিক কারণে দেশে তার নিরাপত্তা শঙ্কার বিষয়টি স্পষ্ট। তবে দলের প্রয়োজনের মুহূর্তে দেশের বাইরের কোনো সিরিজ বা টুর্নামেন্টে তার না থাকার বিষয়টি অনেকের কাছেই বোধগম্য নয়। বোলিং অ্যাকশনে সমস্যা থাকাকালীন বোর্ডের যুক্তি ছিল, শুধু বোলার সাকিবকে দলে জায়গা পাওয়ার যোগ্য হিসেবে দেখছেন না নির্বাচকরা। কিছুদিন আগে সেটাও শুধরে এসেছেন সাকিব। খেলেছেন পাকিস্তান সুপার লিগেও। পিএসএলে সাকিবের পারফরম্যান্স তেমন স্বস্তিদায়ক না হলেও দলের হাল বিবেচনায় সাকিবের অভিজ্ঞতাকে অপ্রাসঙ্গিক মনে করার সুযোগ নেই। তবে বোর্ডের পালাবদল এবং দলের ক্রমাগত ব্যর্থতার মধ্যেও সাকিবের প্রসঙ্গ খুব একটা সামনে আসছে না।

এবার এই বিষয়ে কথা বলেছেন বিসিবির পরিচালক এবং মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার আহমেদ মিঠু। তার মতে, সাকিবের পারফরম্যান্স দেখে তার বিষয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।

সাকিবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুরুতেই তার ভূয়সী প্রশংসা করেন মিঠু। তিনি বলেন, 'বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ১০০ বছরে সাকিব ১-২টা বের হয়। তাকে অন্য কারো সঙ্গে তুলনা করা যায় না। যেকোনো দলে সে একজন ব্যাটার হিসেবেও মাঠে নামতে পারে, বোলার হিসেবেও। অলরাউন্ডার হিসেবেও অবশ্যই...নইলে এতদিন তো সেরা অলরাউন্ডার থাকে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাকিবের অভাবটা হবে। তবে দলের চাহিদা যদি ওরকম আসে, আবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে।'

দলে সাকিবের সুযোগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'ওর অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আমি আগেও বলেছি, এটা আমাদের নির্বাচকরাও বলেছে যে তাদের চিন্তাভাবনায় আছে, সবার চিন্তা-ভাবনাতে আছে। দুইটা দুই জিনিস। একটা তার রাজনৈতিক ক্যারিয়ার, ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই। ক্রিকেটার সাকিবের ক্ষেত্রে দরজা খোলা। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নিশ্চয়ই। এটা আমার ডিপার্টমেন্ট না তো... ক্রিকেট অপারেশন্স অপেক্ষা করছে সামনে সাকিবের খেলার পরের প্রক্রিয়াতে।'

সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে...ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক....ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)...তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।'