News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

সালাউদ্দিনকে পরিবর্তনের চিন্তা নেই বিসিবির

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-15, 6:22am

5ffcd14977619a157b219af86aa9a35b2c299cfa23933ba7-91d3863141dad02eab69355b0eae98ff1752538965.jpg




বর্তমানে বাংলাদেশ দলে একমাত্র দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এখন দেশি কোচদের মান উন্নয়নে বেশি জোড় দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৪ জুলাই) দেশীয় কোচদের সঙ্গে সভা করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে বিসিবির সভাপতি প্রশংসা করেছেন সালাউদ্দিনের।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। তবে এমন অবস্থায়-ও সালাউদ্দিনকে পরিবর্তনের চিন্তা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'ব্যাটিং কোচকে আমরা লম্বা সময়ের জন্য রাখি। কারণ এটা লং প্রোসেস। সালাউদ্দিন ভালো করছে, সিরিজের মাঝখানে কমেন্ট করব না। এই মুহূর্তে তাকে পরিবর্তনের চিন্তা নেই।'

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় আছে বাংলাদেশ। আগামী বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জয় পেয়েছে টাইগাররা। তবুও উন্নতির জায়গা আছে বলে মনে করেন বুলবুল।

বিসিবি সভাপতি বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলে জিতেছি, তবে ইমপ্রুভের জায়গা আছে। ভালো খেললে সিরিজ জয়ের সম্ভাবনা আছে।'