News update
  • Cumilla City’s Tk 2cr CCTV cameras fall blind     |     
  • Abu Sayeed murder: Charge-framing hearing Sunday     |     
  • Milestone tragedy: Death toll reaches 34     |     
  • Sudan's rival forces declare parallel govt, deepening crisis     |     
  • UN Scientific Panel to Study Nuclear War Consequences     |     

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু রোববার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-20, 6:17am

1752846503_42beba433a1ef2ca8fc7-3e9bb1c14952a2f39f82585a405013b81752970665.jpg




এক সিরিজ আগেও বাংলাদেশ দলের অবস্থা ছিল নাজেহাল। পাকিস্তানের বিপক্ষে যেমন সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচেই হয়েছে ধবলধোলাই। আরেকবার পাকিস্তানের মুখোমুখি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার খেলা ঘরের মাঠে। হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম খেলা মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।

মাঠে নামার আগে বাংলাদেশ দল আছে বেশ ফুরফুরে। তিনদিন আগে শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজে হারিয়ে এসেছে। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ান লিটন-তামিমরা। বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে। 

নতুন মিশন শুরুর আগে  অধিনায়ক লিটন দাস কথা বলেছেন আগের দুটি সিরিজ নিয়েই। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, নতুন মিশনে ধরে রাখতে হবে মনোযোগ।  

লিটন বলেন, ‘পাকিস্তানে যখন অ্যাওয়ে খেলতে যাই, চিন্তাধারা ছিল আমরা জেতার জন্য খেলব। জিততে পারিনি। দুর্ভাগ্যবশত কিছু ভুল হয়েছিল। আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ হারার পর ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। প্রত্যেক খেলোয়াড়ের কনফিডেন্স বেড়েছে। তবে, দল আলাদা। পরিস্থিতি আলাদা। ভালো ক্রিকেট খেলতে হবে। মনোযোগ ধরে রাখতে হবে। মনোযোগ ধরে রাখাটা বিশেষ জরুরি।’

পাকিস্তান অধিনায়ক আগা সালমান সমীহ করছেন স্বাগতিকদের। ঘরের মাঠে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাবে বলেও মনে করেন তিনি।

সালমান বলেন, ‘যে কোনো স্টেডিয়ামে, যে কোনো দেশে বাংলাদেশ খুবই ভালো দল। আর যখন তা ঘরে, তারা অনেক ভালো দল। আমরা জানি, কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। আমরা তা নিয়ে সতর্ক। খেলার জন্য মুখিয়ে আছি।’

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।