News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ, ফাইনাল ২৮ সেপ্টেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-26, 7:07pm

68d3f71bf99991181303eccbfe7b869d4354a36e2eb487d7-032d2790a1f6f19db2ab89f6079a9ac11753535232.jpg




অবশেষে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানা গেল। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সফল বৈঠকের পর কেটে গিয়েছিল অনিশ্চয়তা। এরপর ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশ হতে পারে আসন্ন এশিয়া কাপের সূচি। এবার এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই জানালেন এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসরের সূচি।

আগামী ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর নিজেই দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি। 

গুঞ্জন ছিল, এবারের আসরের ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। মরুর দেশটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর।

এক্সে এসিসির চেয়ারম্যান লিখেছেন, 'আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।'

নানা বিতর্ক, টানাপড়েন আর রাজনৈতিক উত্তেজনার মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল অনিশ্চয়তা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বৈঠক। গুঞ্জন ছিল, ভারতসহ বেশ কয়েকটি দেশ বৈঠকে অংশ নেবে না। তবে শেষ পর্যন্ত অংশ নিয়েছিল সবাই, ভারত বৈঠকে যোগ দিয়েছিল অনলাইনে। 

ঢাকায় এসিসির এই বৈঠকের পরই কেটে যায় এশিয়া কাপ আয়োজন নিয়ে সব শঙ্কা। বৈঠকের পরই অবশ্য বোঝা গিয়েছিল যে, টুর্নামেন্টের সূচি প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র। ক্রিকবাজ এরপর খবর দেয়, সম্ভবত শনিবার (২৬ জুলাই) অথবা দেরিতে হলে সোমবারের মধ্যেই প্রকাশিত হতে পারে এশিয়া কাপের সূচি। সেই খবরই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করা হলেও এসিসির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর এবং শেষ হওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন।