রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি সারা বিশ্বের জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সেখানে রোহিঙ্গারা মানবেতর জীবন-যাপন করছে। গত মার্চ থেকে রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহায়তা কমেছে। জনপ্রতি একজন রোহিঙ্গা দিনে নয় টাকা করে সহায়তা পাচ্ছেন। এই অর্থ দিয়ে তারা কীভাবে খাদ্য চাহিদা মেটাবে? এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়া উচিত।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন ১৯৭১ সালে ভারতে বাংলাদেশের মানুষ আশ্রয় নিয়েছিলেন। সে কারণে মানবিক বিবেচনায় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমি মনে করি, এই ভূমিকার জন্য বাংলাদেশের অবশ্যই প্রশংসা পাওয়া উচিত।
করিম আসাদ আহমাদ খান বলেন, আমি এখানে এসেছি রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহ করতে। ২০১৭ সালে রোহিঙ্গাদের সঙ্গে নির্যাতন-নিপীড়নের যে ঘটনা ঘটেছে, এর তথ্যপ্রমাণ সংগ্রহে কাজ করছে আইসিসি। আমি বৃহস্পতিবার (৬ জুলাই) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানে রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যার কথা শুনেছি। আমরা রোহিঙ্গা নির্যাতনের বিচার করতে প্রতিজ্ঞাবদ্ধ। তথ্য সূত্র আরটিভি নিউজ।